আমি তোমাকে একটি নদী দিব উপহারস্বরূপে
তুমি আমাকে মাটি দেবে,
একপাও
নয় নয়
বামনের চার পায়ের সমান ৷

প্ৰাচীন পৃথিবী সৃষ্টির দায়ে
গড়েছি কবর
বুঝতেই পারলাম না
কবর কার ?

কামরূপ সভ্যতা

ক্ষেত যাওয়া আদিবাসী নারীকে নিয়ে
রচিতাম
যোগিনীতন্ত্ৰ ৷

সে গিয়েছিলে তাড়াতে বোনের মোষ
নাম দিলাম শাক্ত গুণ সম্পন্না ৷