জেব্রা ক্রসিং
মোহাম্মদ মুছা

এটি যদি আমার শেষ কবিতা হয়
তাহলে লিখে গেলাম-

রক্তের বন্যায় ভাসতে থাকা কপালপোড়া মা জননী
পৃথিবীর কোন সভ্যতা শতবছর বন্যায় ডুবে থাকেনি,

যে বাঁধ ভেঙে নেমেছে ঢল
সেই বাঁধে'ই নিম্নগামী জল,