সর্বনাশা শহর
মোহাম্মদ মুছা
বাড়ছে অপেক্ষার প্রহর
মিথ্যা সান্ত্বনা দিয়েই গেলো
আমাকে আমার শহর,
কত কিছু'তো হলো
লাল-নীল নিয়ন বাতি
হরেক রকম আলো!
সারি সারি রাজপথ
ঘুরছে মানুষ দৌড়ছে গাড়ি
করছে কামাই জহরত,
আকাশচুম্বী দালান-কোঠা
বুক চিতিয়েই আছে
আমার শহর আমায় কেবল
আশ্বাস দিলো মিছে,
শৈশব খেলো কৈশোর খেলো
যৌবন নিয়েও তামাশা,
বুক ফেটে যায় এই নিরাশায়
এই শহরই সর্বনাশা!