প্লাবনের প্রতিঘাত
মোহাম্মদ মুছা
আছে কতো লেনাদেনা জগতের এপার ওপার
দিতে হবে পাড়ি মোরে অজানা পথ নির্বিকার,
শুধিতে হবে দেনা ; পাওনার হিসাব থাক
মহাকালের ডাক আসিবে হিসাব কষে রাখ,
ক্ষমা করো সুহৃদ মোরে এমন মন্দা কালে
বিষন রকম হৃদয় জখম ফুটু নায়ের পালে,
স্রোতে কোলে মনের ভুলে নদ হয়নি পার
তাই বলে কি থমকে যাবো ত্রিভুবনে ধার,
নায়টা আমার কেঁড়ে নিলো প্লাবনের ঝড়ে
দুঃখ আমার সঙ্গী হলো বারো মাসটা জুড়ে,
তাতে বুঝি হলো আমার মহাসাগর চেনা
নায়ের বদল সাঁতার কেড়ে স্বপ্ন হবে বোনা,