প্রত্যার্পন
মোহাম্মদ মুছা
কি যেন কি নাই ; আমার এই বুকে
হৃদপিণ্ডটা রক্তাক্ত ছিলো, দেখেছি তাহা তবে
আলতো করে উপড়ে নিলো, মায়াবী এক আচঁড়ে
অনুভবটা মৃত ছিলো এই কেমন হায় খোঁচারে?
পিশাচিনী নয় সেই, নয়'তো কোন ডাইনি
প্রেম জাগাতে যে এসেছিলো ; সেই মায়াবিনী,
বুকে আজো রক্ত ঝরে ক্ষত কেবল বাড়ে
হৃদপিণ্ডটা প্রত্যর্পনে ঘুরছি তাহার দ্বারে দ্বারে।