অজ্ঞাত প্রান্তরে
মোহাম্মদ মুছা
তুমি নিয়মনীতির যাঁতাকলে পিষ্ট, তবু্ও তুমি মুক্ত
অন্যদিকে আমি নিজেকে মুক্ত রেখে পরাধীন!
বিষ্ময়কর বটে,
তুমি স্বর্গের খোঁজে মগ্ন
আমার তো তেমন কিছু খোঁজা হয়নি,
তোমাকে খুঁজতে খুঁজতে পথভ্রষ্ট
এটা কি নরক,বলতে পারো?
তুমি যে অন্ন ভক্ষণ করেছো আমিও তাই,
তুমি যে জলে পরিতৃপ্ত সেখানে ও আমি ভিন্ন নই,
যে বায়ুতে তোমার ফুসফুস প্রসারিত আর সংকোচন আমরাও তাই!
দিনের আলো রাতের অন্ধকার ভিন্ন কিছুতো নই তোমার- আমার,
রবি শশী পৃথকীকরণ করেনি দু'জনের বেলায়,
পৃথিবীর বুকে তেমন কিছু খোঁজে পাইনি,যা শুধু তোমার আমার নই,নতুবা আমার তোমার নই,
তবে কেন আমার একার দায়,
আমি মুক্তিকামী নই,আমি বিপ্লবী
তোমাকেও মুড়িয়ে দিবো পাপের চাদরে,
যদি বলো ভালোবাসা অন্যায়!