কাঙ্ক্ষিত এক বিপ্লব,
মোহাম্মদ মুছা

বেশ'ত আকাশে দেখি পাখিরা উড়ছে, মেঘ দৌড়ছে বজ্রপাতে মৃত্তিকার বুক কাঁপছে, বাতাসে পঁচা শিউলি, হাসনাহেনা মতো লাশের গন্ধও ভোঁভোঁ করছে
মুহুমুহু আত্মচিৎকার অবলীলায় ঘুরছে
ধোঁয়াচ্ছন্ন নীল শূন্যেই হামাগুড়ি দিচ্ছে
নক্ষত্রের মতো অচেনা চেতনারা ঝিলমিল করছে শুকতার নির্দিষ্ট করা দূরূহ ব্যপার,

উল্কাপিণ্ড মাটি ভেদ করা সময়ের দূরত্ব মাত্র,
গ্রহগুলো নির্দিষ্ট দূরত্ব ভুলে উঁকিঝুঁকি দিচ্ছে মহাকালের মহা মানবদের আত্মতুষ্টির বিসর্জন দর্শনে,
সত্যি এক মহাবিপ্লব সাদা কাপনে মুড়িয়ে আছে,
মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডা হাতছানি দিয়ে ডাকছে,
সত্যি এক মহাবিপ্লব রক্তে লাল মলাটে মুড়িয়ে আছে,