যাতনার মেলা
মোহাম্মদ মুছা  

ভিষণ খরায় বুকটা চৌচির
খাজনা তবুও নিলে
বাঁধ ভাঙা ঢেউ নিমিষেতে
ফলন খেলো গিলে,

আঁচল বাঁধা সুখের চাবি
তালায় ধরলো জম
সিধুর খানায় গুন ধরেছে
নিচক বাড়ে ধম,

ঘোলা আমার খালি এখন
মঙ্গা এলো প্রবল
স্বপ্ন আমার কেঁড়ে নিলো
পঙ্গপালের দল।