বাবা
           মোহাম্মদ মুছা

বাবা আমার বাবা, বাবাই তো সব
দীর্ঘায়ু দাও গো তারে, শুনো আমার রব
যা প্রয়োজন সব করেছো, করতে লালন-পালন
আপন সুখতো বিলীন করছো, নিজ হয়ছো হরন,
উপার্জনে কামলা খেটেছো, ভাবোনি কি দিন-রাত
যা প্রয়োজন সব দিয়েছো, মিঠিয়েছো সব আহ্লাদ,
ঝড়-ঝাপটা সবি সইছে,দায় সব নিলে কাঁধে
ব্যকুল হয়ে ছুটে যেতে খোকা কোন ব্যথাতে কাঁদে,
"মা" কে সাথে সঙ্গ করে আগলে রেখেছো বুকে
স্বপ্ন দেখেছো সারা জীবন,থাকি যেন কেবল সুখে,
বাবা নামক এমন তরী, পাহাড় বাইয়াও চলে
বাবা যাদের বেঁচে আছে, ব্যথা দিওনাও ভূলে,
যাদের বাবা ঘুমিয়ে আছে আজি, খোদার আরশে,
হে, খোদা রাখো তাদের অতি যতনে স্বর্গের পরশে,
আমি করি খোদার কাছে একটাই কেবল আর্জি
বাবার আগে আমায় নিও তুলে,তোমার হোক মর্জি,

https://nirontorjatra.blogspot.com/2020/08/blog-post_7.html