বিষাদ বিপ্লব
মোহাম্মদ মুছা

আস্ফালনটা হৃদয়ের,
কিন্তু তোমার চোখে ভাবনার অবক্ষয়,
কেন বলোতো?
পৃথিবীতে আমারও তো অধিকার আছে
যেমনটি আছে তোমার,
ধারদেনা পরে না হয় শোধ দিবো
আগেতো বাঁচতে দাও!
নায় হয় হিসাবের হেরফের,খুঁজবে কোথায় ?
তোমার কাছে বিধৃত ভালোবাসা
আজ বিকৃত স্বর্গের সংজ্ঞায় অবহেলিত,
হৃদয়ের উদগ্রীব লাভা ধীরে ধীরে
তোমার দিকে ধেয়ে যাচ্ছে,
দূরে থাকা দূর নই, বিবর্ন যুদ্ধের হাতছানি ও বটে
তুমি যদি সীমানার কথা বলো,
তাতো অতিক্রম করবোই
কেনো জানো?
নিঃস্ব হয়ে খালি হাতে ফেরারি হওয়ার চেয়ে,
রক্ত হাতে কয়েদি থাকা শ্রেয়
বিপ্লবীরা তাই করে,
হয় জিতে না হয় হেরে গিয়ে
রাজ্যর বিনাশ করে!