মানবিক বোধটাকে ছাঁটতে ছাঁটতে
দিনে দিনে হয়ে যাচ্ছি হিন্দু- মুসলমান
জৈন, শিখ, বৌদ্ধ বা খ্রিস্টান।
ভাবনার সংবৃত্তে, পরিযায়ী পাখি
ফেলে গেলে রেশম পালক
ভাবতে পারিনা আর মানুষ মহান।
ভাগ হয়ে যেতে থাকে নারী বা পুরুষে
যুক্তি বিচারে এমনকি সমাজ সভ্যতায়
ভাগ হতে হতে এসে শুণ্যের কোঠায়
ভাবতে পারি না মানুষ, বড় অদ্ভুত!
সময়ের আলপথ মাড়িয়ে যেতে যেতে
বোধহীন পশুদেরও জাগে মানবিক বোধ
অথচ মানুষ আজ মানবিক দীনতায়
চেয়ে চেয়ে দেখে ঘুপচি গলিতে
কতটা পশু হতে পেরেছে মানুষ!