প্রকাশ্য দিবালোকে-অযাচিত ইস্তেহারে
শেয়ালের বাচ্চা গুলো
ওত পেতে থাকে, মাঝ পথে...
বালিকা তোমার কোমল শরীর
ছুঁয়ে যায় বিষাক্ত নখ
ক্ষত-বিক্ষত করে যায় পবিত্র হৃদয়
ক্ষোভে-দুঃখে বাঁধ ভাঙে নোনা জল
তুমি তো জাননা মেয়ে- তুমি বীরকন্যা
বিপ্লবী, আজন্ম প্রতিবাদী
তোমার বজ্র কণ্ঠে কেঁপে ওঠে মসনদ
তুমি বিদ্রোহী হলে স্বপ্ন ডানা মেলে...
তোমার অগ্নিঝরা চোখে
মেয়ে তুমি বিপ্লবী হও-সময়ের রথে
শেয়াল শকুন পিছু হঠবেই তোমার সম্মুখে...
০৮.১১.২০১৬