দীর্ঘ চার দশকের গ্লানি বুকে নিয়ে আজ রাজপথে
যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে লাখো মানুষের ঢল
ক্ষোভের আগুনে আপ্লুত মিছিলে আলোর মশাল,
শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ
ছাত্র, শিক্ষক, নারী, বৃদ্ধ, শিশু, ভবঘুরে সকলেই
সমস্বরে একাকার শাহাবাগের উন্মুক্ত মোহনায়...
পাকিস্তানের পাপাত্মা সরীসৃপ বিচারের সম্মুখীন
সারাদেশ জানে, এমনকি জানে সদ্যজাত শিশু
আর যারা মিছিলে সামিল হয়েছিল সেদিন...
জানেনা কেবল সকিনা বিবি আর হরিদাসীরা
তারা জানে- একাত্তর কেড়ে নিয়েছে তাদের
ভালবাসার সিঁথির সিঁদুর আর নাকের নোলক
ওরা জানে- দিলু রাজাকার, গোলাম আজম
নিজামী মুজাহিদ কসাই কাদের-লাখো দানবের
লকলকে জিহ্বার বিষাক্ত ছোবলে...
দগদগে ক্ষত নিয়ে ক্ষোভে-লজ্জায়-অপমানে
নিজেকে মুক্তি দিয়েছে তারা, যমুনার জলে...
http://www.bhorerkagoj.net/epaper/2015/12/16/