নিরন্তর সময়ের ফাঁকে
মধ্যাহ্ন গড়িয়ে আসে বিকাল,
অভিনব প্রতিক্ষায় তুমি
দুরে যাব, দিলে নাকো যেতে
টেনে নিলে তুমি একান্ত কাছে
অধরের নব স্পর্শ চুমি।
নিরন্তর সময়ের ফাঁকে
বিদায়ের ক্ষণে তবু দুষ্টুমি
অসম্ভব করেছে সম্ভব!
কর তুমি করুণ মিনতি
যেন ফিরে আসি আগামী দিনে;
প্রিয়দর্শী এই তব স্তব
নিরন্তর সময়ের ফাঁকে
সে কথা হয়েছে দুটি চরণে...