চাঁদের জন্ম হয় সময়ের চাকায়
সেই সুত্রে তিথির সঙ্গমে
যেমন পারে তেমনি সাজাবে সময়
আজ ঘরে ঘরে উত্সব
অনাহারী মানুষের মুখে হাসি...

নগরের কোলাহল ছেড়ে
নারী ও নাড়ীর টানে
যন্ত্র মানব ঘরে ফেরে
ঘরে ফেরে আশার প্রদীপ...

আঙ্গিনায় পশুর রক্তে হোলি
আনন্দে পশুকে জানিয়ে বিদায়
আমরা মানুষ হবো..

অন্তর পশু হোক কোরবানী  
তবুও হে বিধাতা
আমাকে মানুষ করো
আমরা মানুষ ভেদাভেদ ভুলে
কেবলি মানুষ হতে চাই..
২৩/০৯/২০১৫