স্বপ্ন দেখি প্রতিটি অনাগত সন্ধ্যায়
রাত্রের নিকোশ কালো অন্ধকারে
নিশাচর পাখিদের সাথে রাত জেগে
নীরবে স্বপ্নবান মানুষের ছবি আঁকি
আচানক ভেসে ওঠে তুলির আঁচড়ে
রক্তাক্ত ক্ষত-বিক্ষত জনকের মুখ...

নয়নের জলে ভিজে ওঠে ক্যানভাস
ফিকে হয়ে যায় রক্তাক্ত সময়ের পিঠ
বত্রিশ নম্বরের ছোপ ছোপ রক্তের দাগ
কেবলি কালো অক্ষর অমিয় ভাবনায়
তবুও  ইতিহাসের কলঙ্ক স্বাক্ষরে
রাত্রের নৈশব্দে নিরবে জন্ম নেয়
একটি নতুন ভোরের কবিতা...
১০.০৮.২০১৫