(ইতিহাস না জানা এবং ইতিহাস ভুলে যাওয়া, বিস্মৃতিপ্রবণ বাঙালির কাছে স্বল্পপরিসরে মুক্তিযুদ্ধের অবিকৃত ইতিহাস রসঘনপথে বর্ণনা করার জন্যই আমি পালাগানের আদল গ্রহন করেছি। তাই বেদনাদীর্ণ বহু ঘটনাকে আমি পরিবেশন করেছি কিছুটা ব্যাঙ্গ-বিদ্রুপের মোড়েকে। ইয়াহিয়ার শোষনের বর্ণনার থেকে তার আত্মসমর্পণের মধ্যদিয়েই শেষ হয় 'ইয়াহিয়াকাল'।)            


            প্রস্তাবনা

'ঊনসত্তরের গণঅভ্যুত্থানের উত্তাপে
ও সামরিক শাসনের প্রলম্বিত পাপে
পাকিস্তানের লৌহমানব, প্রেসিডেন্ট
ফিল্ড মার্শাল মহম্মদ আইয়ুব খান
যখন পিছু হটতে শুরু করেন, তখন
জেনারেল আগা মহ: ইয়াহিয়া খান
দখল করিয়া লন পাক-সিংহাসন ।

এককালের লৌহমানব মার্শাল খান
চোখের পলকে কী করুণভাবেই না
লোকচক্ষুর আড়ালে হারাইয়া যান ।
হায় রাজনীতি, কী অদ্ভুত এ-জগৎ ।

এভাবেই আইয়ুব পতন-পর্ব শেষে
এসে আপনার আত্মজীবনীর দ্বিতীয়
খণ্ড 'আমার কন্ঠস্বর' সমাপ্ত হয়েছে ।
সোনায় সোহাগার মতোন সেখানে
দেশের ইতিহাসের মধ্যে মিশেছে
আপনার কবিখ্যাতি অর্জনের কথা ।

আপনি প্রকৃতই ইতিহাসাশ্রয়ী কবি ।
আপনার লেখার ভেতরে, ইতিহাস
পুকুরে হাঁসের মতো খেলা করে ।
তাই পাকিস্তানের পরের ঘটনাগুলি
জানবার জন্য আমরা দীর্ঘদিন ধরে
আপনার আত্মজীবনীর ৩য় খণ্ডটির
জন্য অপেক্ষায় অপেক্ষায় ছিলাম ।

ইতিমধ্যে তিন-চার বছর কেটেছে ।
আপনি যেমন অলস মানুষ, তাতে
মনে হয় না যে, আপনি অচিরেই
তৃতীয় খণ্ডটি রচনায় হাত দিবেন ।
তা, আপনার যহন ইচ্ছা লেইখেন,
এখন আপাতত আমগো অনুরোধে
গদ্যের পরিবর্তে লঘু-পদ্যের চালে
যদি সংক্ষিপ্ত আকারে পাকিস্তানের
পরবর্তীকালের বিষয় বয়ান করেন,
তয় বাঙালিগো খুবই উপকার হয় ।
দেশজুড়ে আপনেরও সুনামও ছড়ায় ।
যদিও জানি, গণঅভ্যুত্থান ঘটানির
চেয়ে মনঅভ্যুত্থান ঘটানির দিকেই
আপনার অধিক আগ্রহ আইজকাল ।
তবু কথা দিন ভাইজান, লিখবেন ।'

          ******

'ঠিক আছে, আপনারা সবাই যখন চান,
তখন না হয় একটু চেষ্টা কইরা দেহি ।
কতো মূল্যহীন বিষয় লইয়াই তো লেহি,
এইবার না হয় আপনাগো অনুরোধেই
গিলবাম পাকিস্তানের ইতিহাসের ঢেঁহি ।

শুনেছি, সময়ের অরাজকতায় পাঠকের
বিশ্বস্ততা বাড়ে ইতিহাস নির্ভর কবিতায় ।
পরম করুণাময়ী কাব্যদেবীর আশীর্বাদ,
আর আপনাদের ভালোবাসার বরকত
যদি থাকে, তাহলে এই অভাজন কবি
আশা করি পড়বো না ভাবের বিপাকে ।
শুরুতে যদিও '৬৯ এবং '৭০-এর কিছু
গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হবে, তবে
আমার বর্ণিত কাল মুখ্যত ১৯৭১ সাল ।
উপ-মহাদেশের রাজনৈতিক ইতিহাসে,
শতাব্দীর সবচাইতে দুঃসময় ছিল ওটা ।
ইয়াহিয়া ছিলেন ঐ দুঃসময়ের প্রতীক ।

১৯৭১ সালে মরহুম কামরুল হাসান
ইয়াহিয়াকে এঁকেছিলেন মানুষ-রূপী
নরখাদক হিংস্র জানোয়ার হিসাবে ।
তিনি লিখেছিলেন 'এই জানোয়ারটি
মানুষ হত্যা করেছে, আসুন আমরা
এ হিংস্র জানোয়ারটিকে হত্যা করি ।'

আমি কামরুল ভাইকে সমর্থন করি ।
আমি তাঁর সঙ্গেই মিলাইয়াছি তাল,
তাই, বিংশ শতাব্দীর ঐ দুঃসময়ের
নাম আমি রেখেছি, 'ইয়াহিয়াকাল' ।


(ক্রমশ পর্বে পর্বে ছাপা হবে)


(কাব্যগ্রন্থঃ ইয়াহিয়াকাল । প্রকাশকালঃ জুন ২০১১। প্রকাশকঃ আবিষ্কার।)