বলা তো যায় না, যা দিনকাল পড়েছে !
আমার বুক কবুতরের বুকের মত কাঁপে,
পাছে তোমায় আড়াল করে কেহ---,
তাই চোখের সামনে রাখি তোমার দেহ ।

তোমার জন্য ছেড়েছি বিদেশ-যাওয়া,
বলা তো যায় না, যা দিনকাল পড়েছে,
অন্য কবি এসে যদি ভজায় তোমার মন---,
কেউ যদি লুট করে নেয় আমার সুন্দরবন ।

আকাশে যখন সিঁদুরে-মেঘ জমে,
ঘর পোড়া গাই অগ্নি ভেবে তাকে
ভয়ে যেমন কষ্ট পেতে থাকে----,
আমিও ঠিক ওরকমই ভয় পাই,
যদি দেখি আমার ঘরের ভিতরে তুমি নাই ।


(কাব্যগ্রন্থ : পঞ্চাশ সহস্র বর্ষ,  1995)