যখন সে সমুদ্রে নামে, লাল ।
সমুদ্রও কবি হয়ে যায় ।
সুন্দরের ছটা দেখে ছুটে এসে
সমুদ্র লুটায় তার পায় ।
যেন সর্বস্ব হারিয়ে পাওয়া
এ-ই তার সর্বশেষ ধন ।
অনন্ত আপন ।
যখন সে সমুদ্রে নামে, লাল ।
যখন সে উঠে আসে,
সমস্ত সমুদ্র জুড়ে পড়ে থাকে
নিঃস্ব মহাকাল ।
(কাব্যগ্রন্থঃ মুঠোফোনের কাব্য, ২০০৩)