মুজিব মানে আর কিছু না
মুজিব মানে মুক্তি ;
পিতার সাথে সন্তানের ঐ
না-লেখা প্রেম চুক্তি  ।

মুজিব মানে আর কিছু না
মুজিব মানে শক্তি  ;
গর্বিত শির বীর-বাঙালির
চিরকালের ভক্তি  ।

মুজিব মানে আর কিছু না
এক-যমুনা রক্ত  ;
মুজিব মানে সমাজতন্ত্র
আমি মুজিব ভক্ত  ।


(কাব্যগ্রন্থ : মুজিব, প্রকাশকাল : বইমেলা ২০০১)