এই শরতে, এখন তোমার বোধনবেলা ।
ভক্তরা সব সদলবলে তোমার দ্বারে
ভিড় করেছে, তাদের হাতে পূজার থালা
ধুপগন্ধে, ফুলে-ফলে, ধান-দুর্বায় পূর্ণ ।
আমার জন্মশূন্য হাত দু'খানা নিয়ে,
আমি তোমার দ্বারে এসেছি আজ প্রিয়ে ।
আমার সঙ্গে আছে তোমার অন্য খেলা ।
সে-খেলাতে হবে আমার সকল দর্প চূর্ণ ।
এই শরতে, এখন তোমার বোধনবেলা ।
(কাব্যগ্রন্থ : পঞ্চাশ সহস্র বর্ষ, ১৯৯৫ / *কবির পঞ্চাশ বছর পূর্তিতে প্রকাশিত কবিতা গ্রন্থটি ।)