নববিপ্লবে তুমিও তরুণী হবে
তোমার আকাশে ফুটবে হাজার তারা,
চন্দ্রনাভির উদ্দাম অনুভবে
জ্বলবে তরুণ উন্মাদ দিশেহারা।
বৃদ্ধা, তোমার বেদনা কিসের বলো?
নারীযৌবন নদীর জোয়ার জানে,
তুমি হবে ফের অগ্নিতে ঝলোমলো
শীতরাত্রির দারুণ অগ্নিবাণে।
মনে কি পড়বে গোপন রাতের স্মৃতি
আকাশ যখন মৃত্তিকাশ্বাসে কাঁপে?
তুমি দিয়েছিলে কবিতার উদ্ধৃতি--
"অপরাধ নেই প্রথম মিলন পাপে।"
বৃদ্ধা,-- তোমার কুঞ্চিত বাহুমূলে
একদা আমার মুগ্ধ বাগানখানি
ভরে যেত লাল টকটকে জবা ফুলে,
তখন তোমার ছিল না আত্মগ্লানি।
তুমি হবে ফের প্রেমেকামে ভরপুর
পেয়ালা আমার প্রবল নেশার টানে,
তোমার মরুতে আমার অশ্বক্ষুর
ছুটবে আবার স্বর্গের সন্ধানে।
বৃদ্ধা, --- তোমার জরাবন্ধন যদি
ভাঙে শৃঙ্ক্ষল বুনোরক্তের মোহে,
আমি আছি চিরকুমার পাহাড়ী নদী,
নবধারাজলে তরণী ভাসাবো দোঁহে।
♥