আমিও এই ট্রেনের মত,
ধুলোবালি আর নয় ছাই মেখে,
পাথর কুচির এই পথে পথে।

আমিও দেখেছি দূর,
পাখির অভিযোজিত চোখের মত।
কুন্ঝিত শ্বেত, ডানার মতো উড়ন্ত,
নবজাতকের তরুণাস্থিয় বুকের মত।
ফুল বাতাসের ঝোপে যত,
শিকড়ের মত মায়া ছড়িয়ে,
ছায়ার ভেতর কায়া বাড়িয়ে।

অথবা,
আমিও এই ট্রেনের মত,
কেটে গিয়েছিলাম তোমার লৌহ খচিত পাথরের বুক।
আমি নিজেও-
অথচ, আমাদের কোন কাটার চিহ্ন নেই,
আমরা বিরল ও বিলুপ্ত ঘোষণায়-
চেয়ে থাকি শ্বাশত সে নক্ষত্র চোখে,
কানায় কানায় পূর্ণ মেঘের সে বিরল শূন্যে।

তবুও
আমিও এই ট্রেনের মত,
হয়তবা, তুমিও...