শখের তোলা আশি টাকা
গুরুজনেরা বলে
সময়ে শখ পূর্ণ না হইলে
জীবন বৃথা জলে
শখের বয়স কাটে যখন
তখন পকেট ফাঁকা
অর্থ এলে সময় ঘাটতি
সব ব্যস্ততাতে ঢাকা
একূল গড়ে ওকূল ভাঙে
যেমন নদীর বাঁকে
সবকিছুরই উপযুক্ত সেরা
একটা সময় থাকে
শখের বয়সে শখের জিনিস
না যদি হয় পূর্ণ
মন ভেঙে যায়, চোখে জল
আর হৃদয় বিচূর্ণ
সময় সুযোগে শখ পূর্ণ করো
কাটিয়ে দিয়ে ঘোর
অর্থ সময়ের অপেক্ষা করেই
ফুরাবে গায়ের জোর
সেদিন ভাববে বসে আর
করবে বিলাপ ঢের
শখ, সময় আসবেনা আর
জীবনে কভু ফের
সারমর্ম-
মেঘগর্জনে
ছুটে আসা কৈ
তোমার এখন
ভাসার সময় কই?