শেষ ভোরে টিনের চালে
শুনে বৃষ্টির শব্দ।
ইশকুল ফাঁকির ফন্দিমনে
হয়ে যেত লব্দ।

সকাল সকাল বৃষ্টি মাঝে
মা এসে দিত ডাকি।
কাঁথার তলে শুয়ে ভাবতাম
কেমনে দেব ফাঁকি।

এরই মাঝে বৃষ্টি থামলে
ব্যাগ কাঁধে হেলেদুলে।
বৃষ্টির উপর রাগ দেখিয়ে
চলে যেতাম ইশকুলে।

ফেরার পথে ফের বৃষ্টি
ভুলিনি সে কথা।
আম কুড়ানো জাম কুড়ানো
কলা পাতার ছাতা।

আর
এখন, নেই ইস্কুলে যাবার তাড়া
বৃষ্টি এলে পরে।
কাঁথা জড়িয়ে এক্সট্রা ঘুম,অলস
সকাল, দুপুরে।