যাকে নিয়ে লিখিনি কখনো
খানিক কিংবা অল্প।
আজ লিখব তার কথা শুধু
এক পুষ্পপ্রেমীর গল্প।
যার কাছেই সম্ভাষিত হয়েছি
আমি সর্ব প্রথম কবি।
তার খোঁজ আর পাইনি কভু
ঠিকানা কিংবা ছবি।
আমার কবিতা পাঠক প্রথম
লেখা ভালোমন্দ যা হোক।
ভালোর বেলায় প্রশংসা আর
মন্দে কঠিন সমালোচক।
আনন্দ হাসি, আঁখিজলরাশি
দুঃখ, প্রেম কিংবা বিরহ।
সমগ্র বেলায় দিয়ে গেছে সে
আমায় ব্যাপক উৎসাহ।
পুষ্প প্রেমী নাম দিয়েছি তারে
ছিলো বলে প্রিয় ফুল।
কবিতায় নিজ বর্ণনা শুনে সে
আনন্দিত হতো নির্ভুল।
মানুষ হারায়, জীবন ধারায়
যে হারিয়েছে সে যাক।
তার তরে শুধু কবির খাতায়
একটু ছন্দ কবিতা থাক।