নগ্নতার ঘরে জন্ম নেয়া সভ্যতার আজ এই করুন পরিণতির কারণ জানো?
মাটির মানুষ হয়ে মাটিতে জন্ম নেয়া সেই মাটিকেই আজ বিষাক্ত করেছে মানুষ।


যেখানে মাটি পবিত্র থাকার কথা ছিলো নিজের শরীরের চেয়ে;
সেখানে মানব সমাজের সভ্যতার হালনাগাদে মাটি আজ বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে।



যে মাটিতে সোনার ফসল ফলত সেখানে বাস করে সভ্যতার নামে বর্বরতার উচ্চ ফলনশীল কীট।


কী হয়েছে এ সোনালী লোভের ফলাফল?
বাতাসে যেখানে মাটির মানুষের রক্তের পোড়া উৎকট গন্ধ;
সীমান্তে কাঁটাতার।

এসেছে যেথা হতে ফিরে যেতে হবে সেথা।মাঝখানে-
সে মাটি নিয়ে লড়াই যুদ্ধ হাহাকার।

সীল গালা করো ঐ রাসায়নিকের কারখানা-
মাটির ধ্বংস যেথায়।
ফিরিয়ে দাও সেই মাটির মানুষ,কৃষকের ফসল দানা শান্তি,সৌম্য,
স্বর্গসুখ ই তো হেথায়।