‘শীতলক্ষ্যার তীরে’
ছুটির দিনে ক্লান্ত বিকেল
এক আধখানা অবসরে।
বন্ধুমেলা জমে আমাদের
শীতলক্ষ্যা নদীর চরে।
বালুর গদি ঘাসের চাঁদর
কচুরিপানা জলে।
পায়ের জুতা বিছিয়ে বসি
লাটিম গাছের তলে।
আড্ডা জমে গম্ভীর ভাব
বন্ধু বলে কিচ্ছা।
শুনেই হাসি ভেংচি কাটি
যার যতো হয় ইচ্ছা।
তর্কাতর্কি হাতাহাতি আর
গালাগালির রেশ।
এরই মাঝে সন্ধ্যা বাড়ে
সময় কাটে বেশ।
শহর ফেরা ভাল্লাগে না,তাও
ভালো হয়ে যায় বন্ধুর মন।
মন খারাপে হাসায় যারা তারাই
স্বজন,কাছের মানুষ;আপনজন।
রাত বেড়ে যায় হাসি থামে না
ভাই পেটে ধরে যায় খিল।
ঘরে ফিরে যাই নিয়ে হাসিমুখ
নিয়ে হাসি-খুশি মন দিল।
দুঃখ মিলায় আড্ডা ফুরায়
বন্ধুমেলার ভীড়ে।
এমনই করে কাটে বিকেল
‘শীতলক্ষ্যার তীরে’।