নিজেরে নিজেই করো
জ্ঞান বিতরণ।
কর হে তবে নিজ কর্ম
দিয়া প্রাণ-মন।
পিছপা হইও না আপন কর্মে
পেয়ে লজ্জা, ঘৃণা, ভয়।
কামিয়াব হইতে গেলে জেনো
কভু এ তিন থাকিতে নয়।
সমালোচনায় মন দিও না
যা বলে লোকে পাছে।
তুমি শুধু কাজ করে যাও
ফল পেয়ে যাবে গাছে।
কোন কাজে যদি আশা করো
তুমি চূড়ান্ত সফলতা।
মনে রাখবে তার প্রধান বিষয়
শৃঙ্খলা, ধারাবাহিকতা।
আলস্য, জড়ায় শরীর আরামে
মনে দ্বিধা সংশয়?
বিফলে যাবে শ্রম তোমার, নষ্ট
মেধা, অর্থ, সময়।
নিজেকে যদি করিতে না
পারো মূল্যায়ন।
অনর্থে কাটিবে তোমার এ
সোনার জীবন।
জীবন আলোকিত করো
মুছিয়া আধাঁর।
আজি হইতে শুরু করো
আত্ম সংস্কার।