মনে রাখি শৈশবের
দিনগুলোর কথা,

স্লেট, চক কিংবা
গননা শেখার রঙিন কাঠি।
গুরুজন, শিক্ষক, সিনিয়র,
জুনিয়র কিংবা সহপাঠী।

আজও অমলিন,
হৃদয়ে আছে গাঁথা।

কেটে গেছে সময় কতো
বেলা, অবেলা, কালবেলা।
হৃদয়ে দোলা দেয় আজও
শৈশবের প্রথম পাঠশালা।