দুঃখ হঠাৎই আসে
দাড়ায় বসে পাশে
খালি গায়ে না সে
শাড়ি পড়া সাজে
সকাল কিংবা সাঁঝে
অথবা রাতদুপুরে
বিষাদ কঙ্কণ নুপুরে
জ্বোনাকি জ্বলা দ্বীপ
তার কপালে টিপ
কখনো বা আলো ছায়ায়
তাহার কাঁজল চোখের মায়ায়
ঠোঁটে গোলাপ রাঙায় না
দুঃখ কোনদিন কখনো
একান্ত আমার হয় না।