বাবা দিবসে বাবাকে নিয়ে
প্রথমবার কোন ছন্দ লেখার
সপ্তাহ দুয়েক পর

অসুস্থ বাবা যখন
অচেতন অবস্থায় শয্যাশায়ী।
মা বললেন, ‘নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো তোমার বাবার জন্য। বলো, হে আল্লাহ তুমি আমার বাবাকে এই অসুস্থতা থেকে মুক্তি দান করো, শান্তি দাও।’

আল্লাহ দোয়া কবুল করলেন, ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী মুক্তিদানে নিজের কাছে নিয়ে গেলেন বাবাকে।

তখন বুঝিনি, মুক্তির অর্থ হয়েছে মৃত্যু। অথচ নামাজের বিছানায় বসে মনেপ্রাণে শুধুমাত্র বাবার জন্য করা দোয়া ছিলো এটি প্রথম শেষ বার-

সেই বাবা দিবসের পর
কেটে গেছে বায়ান্ন সপ্তাহ
সময় গেছে বয়ে তড়িঘড়ি

আমি এখন সপ্তাহ অন্তে
বাবার কবরের সামনে দাড়িয়ে
তাঁর জন্য মোনাজাত করি


বাবা দিবস ফিরে আসে,
আসবে আবারও,কিন্তু বাবা
কখনো ফিরে আসবে না  আর