শৈশব হারিয়ে বয়স বাড়ে, জীবনে
আসে সুখ, দুঃখ, ঝড়।
একলা সময় বিরহ বাতাসে
কাঁপে স্মৃতির খেলাঘর।

মনে পড়ে কাগজের ঘুড়ি
আরও কত কি?
শৈশবের ঐ খেলার মাঠে
ফেলে এসেছি।

প্রাথমিকের টিনের চালে
স্মৃতিরা রয়েছে ঘিরে।
দেয়াল টপকে স্কুল পালানো
সেদিন আসবে কি আর ফিরে?

মাধ্যমিকের ফার্স্ট বেঞ্চ জুড়ে
স্মৃতিরা রয়েছে ঘিরে।
দৌড়ে গিয়ে জায়গা দখলের-
সেদিন আসবে কি আর ফিরে?

বিল পাড়ের জাম গাছের ডালে
স্মৃতিরা রয়েছে ঘিরে।
নৌকায় চড়ে শাপলা কুড়ানো -
সেদিন আসবে কি আর ফিরে?

পৌষের শীতে ধানের ক্ষেতে
স্মৃতিরা রয়েছে ঘিরে।
নাড়া কুড়িয়ে আগুন পোহানো-
সেদিন আসবে কি আর ফিরে?

ইস্কুলের এ মাঠের সবুজ ঘাসে
স্মৃতিরা রয়েছে ঘিরে।
মাঠের কোণায় মিনক্রিকেট খেলা-
সেদিন আসবে কি আর ফিরে?

বার্ষিক পরীক্ষা শেষে ছুটির দিনে
স্মৃতিরা রয়েছে ঘিরে।
বন্ধুরা মিলে সাইকেলে ঘুরা-
সেদিন আসবে কি আর ফিরে?

নতুন বইয়ের কাগজের ঘ্রাণে
স্মৃতিরা রয়েছে ঘিরে।
সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসফরে নাচা-
সেদিন আসবে আর কি ফিরে?

এমনই শত সহস্র স্মৃতিতে
রয়েছে জীবন ঘিরে।
বৃষ্টির দিনে কলাপাতার ছাতায়-
স্মৃতিরা খেলা করে।