আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
হোমওয়ার্ক নেই,কমপ্লিট ইউনিফর্ম
স্যারের ভয়ে হাঁটুকাপা সে শনিবার।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
ক্রিকেট-ফুটবল ও র‌্যাসলিং ম্যাচ
সেরা,প্রিয় নিয়ে তর্ক হয় না আর।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
হাতে স্মার্টফোন, ব্যান্ডউইথ - ডাটা
জানলায় আর আসেনা নেটওয়ার্ক।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
সন্ধ্যায় চোখে ঘুম নেই,রাতজাগি
ঘুমাই শুনে ঘুমভাঙা পাখির ডাক।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
গ্রীষ্মের ছুটি আসে না আর
আম,জাম খাওয়া মধুমাসে।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
টিফিনের ঘন্টা বাজে না স্কুলে
কাঠি লুকোনো খেলায় ঘাসে।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
শুক্রবার স্কুল ছুটি আর নেই
ব্যাট বল হাতে ছুটা সকাল।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
মায়ের বকুনি খেয়ে বাড়ি ফেরা
স্কুল শেষে ফুটবল খেলা বিকাল।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
ঘুমে সাহরি, তিন রোজা দিনে
ইফতার; তারাবি পড়া রমজানে।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
হামদ নাত গাওয়া, নাতে রসুল
আর ঈদ নজরুলের লেখা গানে।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
একই বেঞ্চে বসে খুনশুটি করা
বন্ধুের হয় না তো বহুদিন দেখা।

আমাদের সুদিন ফুরিয়েছে-
সেই কবে।
স্যোশাল মিডিয়ায় লোক সমাগম
দিনশেষে যে যার মতো করে একা।

আমাদের সময়গুলো বন্দী সব
এন্ড্রয়েড মুঠোফোনে এসে।
সুখমাখা সুদিন এখন আর নেই
আম কুড়ানো শৈশব ফুরিয়েছে।