বসন্ত চলে গিয়েছে, বরষার চাল
বৃষ্টি নুপুর বাজে, কালবৈশাখি ঝড়
কত কিছু, কেটে গেছে কত কাল
কৃষ্ণচূড়ার লাল
কখনো বুঝার চেষ্টা করোনি
দুঃখী হৃদয়ের হাল
কাটছে জীবন ছলে
কত রাতে বুক ভাসে প্রেয়সীর
দেয়া পদ্মপাতার জলে
জানে বুকে কত জল
হাওরের বুকে দাড়িয়ে থাকা
চির একা, বিরহী হিজল
প্রেম পূন্য নাকি পাপ
আজও জানে না ফেব্রুয়ারীতে
বৃন্ত বিচ্ছেদী লাল গোলাপ
তবু নদী যায় বয়ে
আমি লিখে চলি ছন্দ কবিতা
তোমাদের কেউ হয়ে
কিছু কথা মনে থাক
সান্ধ্য নদীর তীরে দুঃখ
পাখি হয়ে উড়ে যাক