হাতে একটা বেতের লাঠি
সঙ্গে চক আর ডাস্টার-
ক্লাসে আসেন জ্ঞানের সাগর
ডাকনাম তার মাস্টার।

চক হাতে তারা অঙ্ক কষেন
কিংবা ভাষার ব্যাকরণ-
সে হাতের লাঠিতে মালিশ বাদর
যারা দুষ্টমি করে অকারণ।

ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশে
আকেন ফিনিক্স পাখি।
ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদেরকে
বুকে জড়ায়ে নেন ডাকি।

শিক্ষিত জাতি গঠনের পেছনে  
যারা কাটিয়ে দেন জীবন
অকাতরে করে বেড়ান যারা
বিদ্যা আর জ্ঞান বিতরণ।

শিক্ষার্থীদের স্বপ্নপূরণের লাগি-
দাড়ি দিয়ে নিজ ঘুমে।
ঝড় বৃষ্টি মাথায় নিয়েও তারা-
চলে আসেন ক্লাসরুমে।

তাদের জন্য জানতে পারি
শিখতে পারি জ্ঞানের কথা।
তারা আমাদের অভিভাবক
আমাদের জ্ঞান দেবতা।

যাদের নিরন্তর পরিশ্রমে আমরা
শিক্ষার আলো পেলাম।
আজ শিক্ষক দিবসে তাদের প্রতি
অশেষ শ্রদ্ধা ও সালাম।