‘সুখ’

আমার কাছে সুখের
সংজ্ঞা ভিন্নরকম ।
অল্পতে খুশি হই আমি
আশা করি কম।

আমার কাছে সুখ মানে

খাওয়ায় বসে গল্প করা
বাবা-মা, বোনের হাসি
আড্ডা-গল্প তাদের সাথে
যারা প্রিয়, ভালোবাসি।

আমার কাছে সুখ মানে

জানলার ধারের সিটে বসা
অর্ধবার্ষিক পরীক্ষার হল।
শ্রাবণের ভদ্র নীল আকাশ
বৃষ্টির ফোঁটা ফোঁটা জল।

আমার কাছে সুখ মানে

হঠাৎ করে নিজের এমন
কিছু জিনিস পাওয়া।
যা আমার প্রিয় বস্তু, আর
আনমনে যা চাওয়া।

কারণ

সুখের পিছে ছুটে লোকে
কত জীবন করলো ক্ষয় ৷
সুখ যায় না টাকায় কেনা
সুখ বড় আধ্যাত্বিক বিষয়।

তাই

বুঝতে শিখুন জীবনের মানে
কোনটা তুপ্তি, শান্তি, সুখ।
তবেই হতাশা কমবে জীবনে
স্বস্তি পাবে ভারাক্রান্ত বুক।