শীতের মৃদু বাতাসে
থাকতো যদি সে পাশে।
নীল রঙের শাড়ী পরে
মেঘ কালো চুল উড়িয়ে।

লাল গোলাপের সুবাসে
ভালোবাসার নিঃশ্বাসে।
আমায় দিত পাগল করে
নিত আমায় বুকে জড়িয়ে।

শীতল করা এ শীত সন্ধায়
তারে কাছে পেতে শুধু মন চায়।
ঘুরে ফিরে শুধু তারে মনে পড়ে
তার লাগি মন আনচান করে।

নাই সে আজ পাশে আমার
বুক জুড়ে শুধু হাহাকার।
কবে পাব আমি তার দেখা
তাকে ছাড়া আমি নিঃশ্ব বড় একা।

বিষাক্ত আজ আমার পৃথিবী
চোখে বাসে শুধু তার ছবি।
পড়ে আছে তার কাছে এ মন
সে যে আমার একান্ত প্রিয়জন।