আপন মনে ভাবতে গেলেই
চিন্তার জগৎ জুড়ে আসে
নানান রকম ভাবনা, চিন্তা, তত্ব,  
ফিলোসোফি কিংবা দার্শনিকতা

বলি না কিছু, বলা হয়ে উঠে না
বলতে গিয়ে ঠেকেছি, ঠকেছিও
অবিরাম, আর জেনেছি জগতের
শ্রেষ্ঠ বিরাম চিহ্নের নাম নীরবতা

সৃষ্টিকর্তার প্রেরিত বার্তা, বাণীর পর
জনহিতকর, কত কথা বলে গেছে
কত মুনী, ঋষি, সাধু, সন্যাসী, সুফি,
পীর, পন্ডিত কিংবা গুরুজনে

মানি না, মনেও রাখি না
সাজিয়ে রেখেছি পুস্তক,
বই, কেতাব, পুরাণ, বাইবেল,
গীতা, ত্রিপিটক কিংবা কোরানে

“সদা সত্য বল”
এই কথা পুস্তকে লেখা
অতি আবশ্য পাঠ্য
বলিয়া বেড়াইতে
শুনি জনে জনে

দুঃখ হয়, “সদা সত্য শুনিবে,
সত্য মানিবে,” আজ অবধি
বলিয়াছে কেহ কিংবা বাস্তবে
করিয়াছে প্রয়োগ এমন কথা
আসে না কভু স্মরণে

জগতের শেষ কথা
না মানিলে পুস্তক কিংবা
গুরুর বাণীও বৃথা

থামাও হৈ চৈ, অস্থিরতা
মান্য কর, হও জ্ঞানী, পুন্যবান
আর আনো হৃদয়ে নীরবতা