মৃত্যু হইলো গিয়া অনেকটা ঈদের মতো।
আমাদের জীবনে প্রতিবছর দুইটা কইরা ঈদ আসে।
ঈদ আসার আগে আমরা বছর জুইড়া প্রস্তুতি লই। ঈদের জন্য নানারকম আয়োজন কইরা অপেক্ষায় থাকি কখন আসমানে উঁকি দিব ঈদের বাঁকা চাঁন।

তারপর কোন এক সন্ধ্যায়
হুট করেই আসমানে উঁকি মারে ঈদের চাঁদ।
পরদিন ভোরে ঈদ জামাত, দিনশেষে সব নিশ্চুপ।

আনুষ্ঠানিকতায় ঈদের আমেজ থাকে সাতদিন।


মৃত্যু ঠিক একই নিয়ম মেনে চলে।
আমরা জীবনভর নানা আয়োজনে অপেক্ষা করি মৃত্যুর।

তারপর ঈদের চাঁদের মতো করে আজরাইল এসে জানান দেয় মৃত্যুর বার্তা।

হঠাৎ মৃত্যু এসে শেষ করে দেয় সব। চলে আসে জানাজার নামাজ, তারপর চারিদিক নিশ্চুপ।

আনুষ্ঠানিকতায় মৃত্যু থাকে চারদিন মাত্র-