বিশ্ব জুড়ে,
এত ক্যাসিনো পড়ে থাকতেও;
তুমি আমার মন নিয়েই খেললে,
প্রেম-ছলনার বাজি।

অথচ তোমার মুঠোফোন খুললেই
দেখতে পারতে
তোমার জন্য সেখানে সাজানো আছে
অসংখ্য জুয়ার আসর।

আমার মনের ক্যাসিনোর বেট এ
ছোট্ট ইনভেস্টমেন্টের মুচকি হাসি দিয়ে
তুমি জিতে নিলে, ভালোবাসার জ্যাকপট।

অথচ আমি
যত্নে সাজানো বড় অংকের
ভালোবাসার বাজি লাগিয়েও
জিততে পারিনি তোমার ভালোবাসার
একটি মাত্র দান, (বিরহের গান)।

হৃদয়ের ক্যাসিনোতে
জ্বালিয়ে ছলনার লাল-নীল বাত্তি
দিনরাত তুমি খেলে চলেছো
প্রেম প্রেম জুয়ার তিন পাত্তি

তবুও রাত দুপুরে
তোমার চারিপাশ ঘিরে
নিঃস্ব জুয়ারি ঘুরে

আর মনে করে তোমায়
‘নাই রে নাই রে সাহেব, নাইরে গোলাম
আমি তোমার প্রেম জুয়াতে সব হারালাম’,
গায়।