উদযাপন এ ব্যস্ত সবাই যাচ্ছে বছর চলে!
যাবার আগে অনেক কিছু যাচ্ছে সে ফেলে!
শুভ কামনা আর শুভেচ্ছা দিয়ে বছর হয়েছিল শুরু!
বছর জুড়ে কত অশুভ হলো তার কি বিবরণ দিব গুরু?
জানুয়ারি গেলো ফেব্রুয়ারিতে ও হয়নি তেমন কিছু!
মার্চে এলো মহামারী কত কিছু এলো তার পিছু পিছু!
করোনা এলো মহামারী হলো বিশ্ব জুড়ে হা হা কার!
মাস্ক-গ্লাভস আর স্যানিটাইজার রক্ষা হবে এবার?
কিছুদিন পরে এল্যার্ন হলো সারা বিশ্বে লকডাউন!
মুহুর্তে মাঝে নিস্তব্ধ হয়ে গেল বড় বড় শহর টাউন!
বন্ধ হলো শহর নগরী কারখানা স্কুল কলেজ যত!
ভাইরাসের কাছে বিশ্ব ব্রক্ষান্ড করে দিল মাথা নত!
খুঁজে ডাক্তার,কবিরাজ,বিজ্ঞানী পরিত্রাণের উপায়!
এদিকে বাঙালি ত্রাণ এর তেল বিছানার নিচে লুকায়!
উদিকে লাশের স্তুপ এ মৃত্যুপুরীতে পরিণত হয় উহান!
পুলিশ বলে কি লীগ কি লীগ,সাবধানে থেকো রোহান!
বাচ্চার মুখে শুনি আদা রং চা,পীর বলে না থানকুুনি!
ঘরে শুয়ে সারাক্ষণ শুধুই এইচ.এস.সি'র প্রহর গুনি!
এক্সট্রাকশন দেখে ডিপ্রেশনে পড়ে মারা গেলে কিম জং উন!
রেসিজম,ট্রুডো ভাইরাল,দেশজুড়ে ইয়েলো/রেড/গ্রীন জোন!
ফটোল্যাব/ ব্রাহ্মণবাড়িয়ায় ঝগড়া আর কয়ডা লাগে তোর!
কচুরিপানা খায় মানুষ,দিন কাটে কোয়ারান্টাইন এর ভিতর!
জঙ্গলে বসে নাপিত দিয়ে অনেকে চুল দাড়ি কাটায়!
চুল কামিয়ে অনেকেই আবার টুপি জড়ালেন মাথায়!
রানু মন্ডল,নোবেল রসাতলে গেলো, বাদশার গেন্দা ফুল!
প্রবীণ নাগরিকদের কান ধরিয়ে অফিসার করলেন ভুল!
হাট বাজার,দোকান বন্ধ চলে কেনা বেচা খোলা মাঠে!
দূরত্ব বজায় মাস্ক পরে জন চলাচল করে রাস্তা-ঘাটে!
হয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতি যাত্রী বাসের ডাবল সিট!
তার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস এলো পরীক্ষার কিট!
খবর নাই তার করোনায় সে পজেটিভ না নেগেটিভ!
শমিংমল বন্ধ তবুও ঈদের শপিং মিস করেন নি ঈভ!
জামাতে নামাজ নিষিদ্ধ হলো নামাজীরা গেলো মসজিদে!
নতুন জামা ছাড়াই আনন্দ করেছে সবাই এ রোজার ঈদে!
তারপর অফিস আদালত খুলতে লাগলে সীমিত পরিসরে!
সেলারী পেয়ে আনন্দ ফিরেছে লাখো মধ্যবিত্ত পরিবারে!
তারপর একটু একটু করে মাবুদ যখন রহমতের দূয়ার খুললো!
লিজেন্ড বাঙালী তখন ডালগোনা কফি খেয়ে কফিন ড্যান্স দিয়ে চললো!
গ্রেফতার হলো ভুয়া ডাক্তার সাহেদ আর সাবরিনা!
ছেলেধরা নামে গণপিটুনিতে মা প্রাণ হারালো অপরাধ বিনা!
রায় হয়ে গেলো পাপিয়া জেল এ হবে মিন্নী'র ফাঁসি!
ওহ করোনা,রায়হান ভাই আর অফু বাঈ এর সেই হাসি!
সারাদেশে বেড়ে গেলো নারী নির্যাতন আর ধর্ষণ!
প্রতিবাদ সভা মিছিল হলো দেশে তীব্র আন্দোলন!
শিক্ষক শিক্ষার্থী একসাথে হলো অনলাইন ক্লাসে!
অপেক্ষার প্রহর কাটলো তাদের H.S.C অটোপাশে!
তারপর হলো এনামুল আর বোর্জাইয়াঙ্কির আবির্ভাব!
ফেসবুক টিকটকে ভাইরাল হলো ও মা গো টুরু লাব?
কাঞ্চনজঙ্ঘা ঘরে বসে দেখি যাইতে পারি না সাজেকে!
সব বিনোদন ঘরে বসে পাই হিরো আলমের গান দেখে!
সুশান্ত,ঋষি,ইরফান এরশাদ আর মেরাডোনা ও গেলেন চলে!
মাওলানাদের মাঝে গালাগালি চললো ওরে বাটপার-চিটার বলে!
করোনার চাইতেও শক্তিশালী হাজী সেলিমের ছেলে!
বঙ্গভুমিতে বঙ্গবন্ধুর ভাষ্কর্য লোকে ভেঙে দিলো ফেলে!
ট্রাম্প হেরে গেলো বাইডেন এর জয়,যুদ্ধ লাগলো লাদাখ-চায়না!
পদ্মাসেতুর শেষ স্প্যান বসে বিজয় দিবসে বাকি কিছুই আর রয় না!
তারই মাঝে দিয়ে এত কিছু দিয়ে বছর হয়ে গেলো শেষ!
শুভকামনা আগামী বছর সবারই কাটে যেন গো বেশ!
যদি অজানায় কোন ঘটনা কিংবা কথা বাদ পড়ে যায়!
ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন বিদায় ২০২০ বিদায়!