পূর্ণিমা রাতে
গৃহত্যাগী জোছনার প্রতি মুগ্ধতা রেখে
পিতৃ রাজন শুদ্ধোদনের সুরম্য প্রাসাদ এবং
রাজকীয় ভোগবিলাসী জীবন ছেড়ে
যেমনি গৃহত্যাগী সন্ন্যা হয়েছিল রাজকুমার সিদ্ধার্থ
প্রেম, বিরহ, মায়া, সন্তান, স্ত্রী, পরিবার
কিংবা সংসার, ছেড়ে চলে যাওয়ার বাসনা
বহু সাধু পুরুষের মনেই আছে
মোহমায়া, মমতা, দ্বায়িত্ব, কর্তব্যের জাল টেনে ধরে পাছে
ক্ষুধা, খাদ্য, আহারের লোভে
যে মানুষটা খাদক
ত্যাগিলেই সব জাগতিক মায়া
হইতে পারিতো সাধক
ত্যাগিবার ইচ্ছে প্রবল হয়ে উঠে
ইহজাগতিক বাসনা সমুদয়
পরকালের চিন্তা, সিদ্ধি-সাধনার
হয় যদি মনে প্রাণে ভাবোদয়
মানবজীবনে সে সময় আসে
ধরিতে পারিলেই দামী
পূর্ণিমা রাত, মনে মনে যপঃ,
‘বুদ্ধং স্বরণং গচ্ছামি’