বছর আগের স্মৃতিচারণ
মামার লিচু গাছ।
বেঙ্গুরালি করে দিয়েছিল
মামার সর্বনাশ।
ভয় ভেঙ্গে গাছে উঠে
লিচু পাড়া শেষে।
বিপত্তি টা বাধলো গিয়ে
গাছের গোড়ায় এসে।
উড়ে এসে হুল ফুটিয়ে
কানা করে দিল মাথা।
বেঙ্গুরালির কামড় খেয়ে
বলছি,আঃ কি ব্যথা।
বি: দ্র: বোলতা - ভীমরুল কে আমাদের এলাকার ভাষায় বেঙ্গুরালি বলে। লিচু গাছে উঠে ভীমরুলের কামড় খেয়ে ব্যথায় অস্থির হয়ে এ কবিতা লেখা।