আজন্ম ক্রীতদাস
খাচাঁর পাখিদের ও কি উড়ার ইচ্ছে জাগে কভু?
চার দেয়ালের ফাঁকে যে কখনো আকাশ দেখেনি।
আজন্ম ক্রীতদাস হয়ে বন্দী থেকে মনিবের খাঁচায় শহরের উঁচু ভবনের ছাঁদ কে আকাশ ভেবেই যে বেড়ে উঠেছে।
কিংবা বেলকনির টবে বেড়ে উঠা ক্যাকটাস যার কাছে বিশাল অরণ্য
ধাতুর গড়নের দামী খাঁচায় সেও কি কখনো উড়ার প্রবল ইচ্ছে নিয়ে ডানা ঝাপটায়?
নাকি পরাধীনতার শিকল তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়ে বন্দী করে ফেলেছে তার স্বাধীনতার ইচ্ছে কে ও।
মুক্তির আশায় সেও কি গুনছে দিন;
সাধ জাগে তারও সঙ্গী হতে ঘন ঝাউবন কিংবা কাশফুল।