অহংকারের সংজ্ঞা হলো
ন্যায়,হক,সত্য অস্বীকার।
যে করিবে খোদার স্বর্গে
কভু জায়গা না হবে তার।

রেহাই পাবে না হজ্জ-যাকাতে
করে নামাজ রোজা।
নিত্যদিনের অহংকারে শুধুই
বাড়বে পাপের বোঝা।

তাইতো বলি অহংকার আর
গৌরব ছাড়ো ভাই।
কোনটা সত্য কোনটা মিথ্যা
আগে করো যাচাই।

মুখের কথায়, চোখের ভাষায়
করার আগে হেয়।
জেনে রাখো তবে জ্ঞানী হয়েও
নীরব থাকাই শ্রেয়।