মনে পড়ে তোমারও কি
বন্ধু শরিফুল?
ছন্নছাড়া দিনগুলো সেই
এলোমেলো চুল?
শ্রাবণ মেঘের সে দিনগুলো
জুন-জুলাই মাসে।
আমরা বসে আড্ডা দিতাম
নদীর চরের ঘাসে।
শিমুলছায়া, হাওয়া প্রান্তর
কিংবা লাটিম তলায়।
খুনশুটিতে কাটতো সময়
শ্রান্ত গোধুলি বেলায়।
চারপাশে রোজ একটা কুকুর
করতো ঘুরাঘুরি।
তার সাথে কত হাসির কান্ড
তাঁকে ঠিল ছুঁড়াছুঁড়ি।
সোনালি ডানার চিল দেখে দেখে
চিপস, বিস্কুট কেক খাওয়া।
ওয়াক্ত হলেই মাগরেবের আজান
যে যার ঘরে ফিরে যাওয়া।
আসবেনা ফিরে,কোথায় হারালো-
আমাদের সেই দিন।
এই ভেবে ভেবে মনের কোণে শুধু
বাড়ছে স্মৃতির ঋণ।