সেই কবে কোন মাধ্যমিক স্কুলের মাঠ-
পেরোনোর পর অন্ধকার নিশ্চুপ রাত।
মনের কারাগারে বন্দী স্মৃতিদের চাপা কান্না
আর আর্তনাদে ভারী ভোরের বাতাস।
শুনেছি মৃত্যুর চেয়ে বড় কোন মুক্তি নেই।
সত্যিই কি তাই?
তাহলে যারা আত্নহত্যা করে-
তারা আসলে কি লাভ করে মুক্তি নাকি মৃত্যু?
এই ভেবে কেটে যায় দিনকাল,
বয়সের আগেই পাঁক ধরে যায় চুলে।
এ যেন মহাকালের নকশা-
পৃথিবীর নিয়ম বুঝি না।
কান্নায় থেমে থাকে না চলে যাওয়া মানুষের গতিপথ।
বেলা শেষে শুধু পথচেয়ে থাকা।
ভেবেছিলাম তুমি এসে,
আবাবিল পাখির মতো করে-
নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করবে আমার হৃদয়।
কিন্তু কই, তুমি তো এলে না-