বিজয়ের ক্ষণে শুধু পড়ে মনে
অকাতরে যারা দিল প্রাণ,
আজ আমরা মুক্ত তবু অশ্রুসিক্ত
সবই তো তোমাদেরই দান।
মায়ের আর্তনাদ স্বজনের
হাহাকার
বউয়ের কাজল ধোঁয়া জল,
মুক্ত করতে স্বদেশ মাতা
ছিল সবে লক্ষ্যে অটল।
কষ্ট সয়ে শত ক্ষত, ব্যথা বয়ে
অফুরান তবু মনে জোর,
অনাহারে ক্লান্তিতে
অবিরাম লড়াই
জুড়ে দিবস রজনী ভোর।
শত কষ্ট যন্ত্রণা মিথ্যে মন্ত্রনা
কত হারিয়ে বোনের সম্ভ্রম,
লড়েছো কাঁদায় বন নদী ঝোঁপে
যতকক্ষণ দেহে আছে দম।
লাল সবুজের পতাকা ওড়ে
বিস্ময়ে অভিভূত বিশ্ববাসী,
ভুলিনি রেখেছি হৃদয়ে যতনে
তোমাদের আজও ভালবাসি।