কি অনুরণ প্রাণে অনুক্ষণ
যে
সুরে ভেসে যাই সারাক্ষণ
তা
তো তোমায় ভালবেসে।

কালো রূপ আলো করে সূর্য,

চাঁদটাও বাড়ায় মাধুর্য
সে
তো তোমায় যেতে ভেসে।

হৃদয়ের পাড় জুড়ে ঘেঁষে

বেলায়ও খুব ভালবেসে
কে
ভাসাবে জীবনের তীর?

বাঁধা নাও না তুলে
যে
শুধু হারাবে সব ভুলে

তো তোমার মুসাফির।